ছাদেকুল ইসলাম রুবেল।-গাইবান্ধা শহরের একটি গাছে আটকা পড়ছিলো বিশাল আকৃতির চিলপাখি। ঘুড়ি উড়ানো সুতা এ গাছে পড়ে থাকলে সেই সুতায় জড়িয়ে পড়ে পাখিটি। অবশেষে ফায়ার সার্ভিসের দল এসে উদ্ধার করে চিলকে।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) বিকেলে গাইবান্ধা শহরের সার্কুলার রোডস্থ একটি গাছ থেকে চিল পাখিটি উদ্ধার করা হয়।
এ তথ্য নিশ্চিত করে গাইবান্ধা সিভিল ডিফেন্স অ্যান্ড ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা নাসিম রেজা বলেন, ওই গাছে চিলটি সুতায় আটকে থাকা দেখে স্থানীয়রা আমাদের খরব দেয়। এরপর ৮ সদস্যের একটি দল ঘটনাস্থলে এসে পাখিটি উদ্ধার করতে সক্ষম হয়েছি। উদ্ধারকৃত চিলটি প্রাণিসম্পদ বিভাগে হস্তান্তর করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা
Leave a Reply