প্লাবন শুভ, গাইবান্ধা থেকে ফিরে ।- গাইবান্ধা সদরে ১৭ ফেব্রুয়ারি বুধবার মেকিং মার্কেট ওয়ার্ক অর দি যমুনা, পদ্মা এন্ড তিস্তা চরস্ (এমফোরসি) এর উদ্যোগে চরাঞ্চলের চুক্তিবদ্ধ ফসল চাষ, পরিচর্যা, বাজারজাতকরণ প্রক্রিয়াসহ আর্থিক প্রতিষ্ঠানের সাথে সংযোগ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় কামারজানি বণিক বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত কর্মশালাটি প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন গাইবান্ধা জেলা বাজার অনুসন্ধানকারী মো. মোয়াজ্জেম হোসেন। এমফোরসি-ফেজ-৩ প্রকল্প এসকেএস ফাউন্ডেশনের ইন্টারভেনশন স্পেশালিষ্ট মো. হাফিজুর রহমান শেখের সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আল ইমরান। এছাড়াও বক্তব্য রাখেন এমফোরসি-সুইস কন্ট্রাকের ইন্টারভেনশন এরিয়া ম্যানেজার মো. রবিউল হাসান, এমফোরসি- এসকেএস ফাউন্ডেশনের কো-অডিনেশন ফিল্ড ইমপ্লিমেন্টেশন সৈয়দ ইশতিয়াক আহম্মদ, জোনাল ম্যানেজার সারোয়ার হোসেন, সিনিয়র ইন্টারভেনশন অফিসার চন্দ্রনাথ গুপ্ত, এমএফ গণ উন্নয়ন কেন্দ্রের শাখা ব্যবস্থাপক তোতা মিয়া, স্কয়ার গ্রুপের পারচেজার মুসা আলী, প্রাণ কম্পানীর এজেন্ট হাজী মো. জহিরুল ইসলাম, কেয়ার ফিডের এজেন্ট মতিয়ার রহমান প্রমুখ।
Leave a Reply