ছাদেকুল ইসলাম রুবেল।- গাইবান্ধায় রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) কার্যক্রম সম্পর্কিত গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। ২৩ মার্চ মঙ্গলবার সকালে বিআরটিএ গাইবান্ধা সার্কেল অফিস প্রাঙ্গণে এ গণশুনানির আয়োজন করে গাইবান্ধা জেলা প্রশাসন ও বিআরটিএ। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সাদেকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আউয়াল, বিআটিএর রংপুর বিভাগের উপ-পরিচালক (ইঞ্জিঃ) মো.আশরাফুজ্জামান ও সহকারী পরিচালক (ইঞ্জি) মো.মঈনুল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে মোটরযান পরিদর্শক মোহাম্মদ .আমিনুল ইসলাম খানসহ আরা অনেকে উপস্থিত ছিলেন।
Leave a Reply