ছাদেকুল ইসলাম রুবেল।- গাইবান্ধা জেলায় মাদক বিরোধী অভিযানে পৃথক স্থানে ১৮০ পিস ব্রুপেন ইনজেকশন ও ১ কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ। একই সঙ্গে ৩ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে গাইবান্ধা জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।গ্রেফতারকৃতরা হলেন- সিরাজগঞ্জের দেওঙাঙ্গা গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে নুর ইসলাম (২০), সয়াধানগড়া গ্রামের আকতার হোসেন (৩০), ও নাটোরের বাগাতিপাড়া উপজেলার হরিরামপুর গ্রামের মৃত নবীর উদ্দিনের ছেলে আব্দুল মান্নান মিয়া (৫৫)।
গ্রেফতারের বিষয়ে নিশ্চিত করে গাইবান্ধা পুলিশ সুপার মো. কামাল হোসেন জানান, গোবিন্দগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ কোল্ড স্টরের পশ্চিম পাশে রংপুর-ঢাকা মহসড়কের ওপর একতা পরিবহনে অভিযান পরিচালনা করে।
এসময় সিটে বসে থাকা নুর ইসলাম ও আকতার হোসেনের কাছ থেকে অবৈধ মাদক দ্রব্য ১৮০ পিস ব্রুপেন ইনজেকশনসহ তাদের গ্রেফতার করেন।
অপরদিকে, পলাশবাড়ী থানা পুলিশ গোপন সংবাদের তিত্তিতে পলাশবাড়ীস্থ রংপুর-ঢাকা মহসড়কের যাত্রীবাহী বাস তল্লাশিকালে আব্দুল মান্নান মিয়াকে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার করেছেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে বলে জানান পুলিশ সুপার মো. কামাল হোসেন।
Leave a Reply