শনিবার, ১৭ মে ২০২৫, ১০:০৯ অপরাহ্ন

গাইবান্ধায় স্বামী-শাশুড়ি আগুন দিয়েছে গৃহবধুর গায়ে

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২৪ মার্চ, ২০২১
  • ২১৩ বার পঠিত

গাইবান্ধা থেকে ছাদেকুল ইসলাম রুবেল।- গাইবান্ধা সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামী-শাশুড়ির দেওয়া আগুনে ঝলসে গেছে শারমিন আক্তার (২৭) নামে এক গৃহবধূর শরীর। গৃহবধূ শারমিন গাইবান্ধা সদর উপজেলার কাবিলের বাজার এলাকার কোরবান আলীর স্ত্রী। স্থানীয়রা জানান, দুই বছর আগে ইসমাইল হোসেনের ছেলে কোরবানের সঙ্গে বিয়ে হয় শারমিনের। বিয়ের পর থেকেই যৌতুকসহ নানা কারণে শারমিনকে নির্যাতন করত স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন। ভুক্তভোগী গৃহবধূ শারমিন জানান, মঙ্গলবার (২৩ মার্চ) দুপুরে কথা কাটাকাটির একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে মারধর করার পর তার শরীরে গ্যাস লাইট দিয়ে আগুন ধরিয়ে দেয় স্বামী কোরবান আলী ও শাশুড়ি কুলছুম বেগম।দিনভর যন্ত্রণায় কাতরালেও তাকে নেওয়া হয়নি হাসপাতালে। যন্ত্রণায় গলা শুকিয়ে এলেও দেওয়া হয়নি এক ফোটা পানি। বিষয়টি জানাজানি হলে বাবার বাড়ির লোকজন এসে দিনগত রাত ৯টার দিকে শারমিনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেয়। এসময় হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন। জানা যায়, ২৩ মার্চ মঙ্গলবার দিনগত রাত সাড়ে ১০টার দিকে দগ্ধ ওই গৃহবধূকে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিন দুপুরে সদর উপজেলার কাবিলের বাজার এলাকার এই মর্মান্তিক ঘটনা বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালান অভিযুক্তরা।গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মজিবর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে অবগত হয়েছি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com