ঘোাড়াঘাট (দিনাজপুর) থেকে আজহারুল ইসলাম সাথী।-দিনাজ পুরের ঘোড়াঘঘাটে কৃষকরা এখন আমন ধান চাষে মাতোয়ারা। শুরু হয়েছে আমন ধানের চারা লাগানোর ভরা মৌসুম।
চলিত মৌসুমে কৃষক ধানের দাম ভাল পাওয়ায় আবাদের লক্ষমাত্রা ছাড়িয়ে যাবে বলে সংশি¬ষ্ট বিভাগ মনে করছে আষাঢ়ে ১ম দিন থেকে গ্রাম অঞ্চলের কৃষকদের আমন ধান রোপনের সক্ষম সময় বলে ধরে নেয়া হয়। ঘোড়াঘাট উপজেলায় উঁচু জমির সংখ্যা বেশি হওয়ায় এখানকার কৃষকরা আষাঢ়ে আমন ধান রোপন করতে শুরু করেছে। কারন পর্যাপ্ত বৃষ্টিপাতের অভাব। কয়েক দিনের পর্যাপ্ত বৃষ্টিপাত হওয়ায় এখন আর উঁচু জমি গুলোও রোপন করতে অসুবিধা হচ্ছে না। ফলে ঘোড়াঘাটের কৃষকরা ২/৩ দিন থেকে আমন চাষে মাতোয়ারা হয়ে পড়েছে। এ এলাকার প্রধান ফসল ধান, আলূ, সরিষা, গম ও ভুট্টা। তবে আলূ চাষ অধিকতর লাভ জনক হওয়ায় এখানকার ধান চাষী কৃষকরা আলু আবাদের কথা মাথায় রেখে আগাম জাতের আমন ধান চাষ করতে বেশি পছন্দ করেন। অপেক্ষাকৃত কম সময়ে আবাদযোগ্য ধানের মধ্যে চাষীদের পছন্দের তালিকায় প্রাধান্য পায় মামুন, সুমন, স্বর্না, গুটি স্বর্ণা ইত্যাদি। এছাড়াও যেসব জমিতে চাষীরা আলু চাষ করতে পারে না তারা ব্রি-ধান-১১ এবং রঞ্জিত ধান চাষ করে থাকেন। আগাম উৎপাদনশীল ধানের চেয়ে দেশজ উৎপাদনশীল ধান স্বল্প সময়ে যে সব ধান উৎপাদনযোগ্য তা হলো ব্রি-ধান-৪৯ এবং বিনা-৭ ধান চাষ করলে বেশি লাভবান ও আরও কম সময়ে ঘরে তুলতে পারবে কৃষকরা। আগাম জাতের ধানগুলোতে খল পঁচা রোগে প্রাদুর্ভাব দেখা যায়। দেশজ ধান গুলোতে রোগ বালাই কম দেখা যায় এবং সারের প্রয়োগও কম লাগে।
Leave a Reply