বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১১:৫৬ অপরাহ্ন

ঘোড়াঘাটে প্রচন্ড তাপদাহে ডাবের দামেও অস্বস্তি

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ২ বার পঠিত

ঘোড়াঘাট (দিনাজপুর) থেকে আজহারুল ইসলাম সাথী।-সারাদেশে চলছে তাপপ্রবাহ। তীব্র তাপদাহে জনজীবন অতিষ্ঠ। দিনাজপুরের ঘোড়াঘাটে হাট বাজার পাড়ামহল্লার রাস্তায় ডাবের বেচাকেনা বেড়েছে।

বাড়তি তাপমাত্রার সঙ্গে মানিয়ে নিতে চাহিদা বেড়েছে পানি ও পানীয় ফলে। তীব্র গরমে কিছু স্বস্তি পেতে ডাবের পানির ওপর ভরসা করেন অনেকে। তীব্র গরমে চাহিদা বেশি থাকায় বেড়েছে ডাবের দাম। উপজেলার কয়েকটি হাট বাজার ঘুরে দেখা যায়, বড় আকারের ডাবের দাম ১৮০-২০০ টাকা পর্যন্ত হাঁকছেন দোকানিরা। ছোট আকারের কচি ডাব কিনতে গেলেও গুনতে হচ্ছে ১০০ থেকে ১৫০ টাকা। একটি ডাবে পানি মেলে গড়ে ৩০০ থেকে ৫০০ মিলিমিটার।

বিক্রেতারা দাবি করছেন, পাইকারি পর্যয়ে ডাবের দাম দুই সপ্তাহ ধরে ১০০টি ডাবে ২ হাজার থেকে ৩ হাজার টাকা বেড়ে যাওয়ায় তাঁদেরও দাম বাড়িয়ে বিক্রি করতে হচ্ছে। তবে গ্রাহকদের অভিযোগ, গরমের সুযোগ নিয়ে দাম বাড়িয়ে দিচ্ছেন দোকানিরা। এতে তাঁরা অসন্তোষ প্রকাশও করছেন।

গত বুধবার উপজেলার ওসমানপুর, ঘোড়াঘাট,ডুগডুগির বলগাড়ী বাজার দেখে গেছে, ডাবের দাম সর্বনিম্ন ১০০ টাকা। বড় আকারের ভাব (আধা লিটারের মতো পানি আছে বলে ক্রেতা বিক্রেতাদের দাবি) বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৮০ টাকায়।

আবার কেউ কেউ ২০০ টাকা পর্যন্ত দাম হাঁকছেন। মাঝারি আকারের ডাব বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৫০ টাকায়। ছোট আকারের ডাব বিক্রি হচ্ছে ১০০-১২০ টাকায়। দরদাম করলে কোথাও কোথাও একটু কম রাখছেন কোনো বিক্রেতা। ডাবের দাম নিয়ে ক্রেতাদের মধ্যে অসন্তোষ গেলেও গরমে পানির চাহিদা মেটাতে ডাব কিনছেন অনেকে। ডাব ক্রেতা আব্দুল হামিদের সঙ্গে বাজারে কথা হয় তিনি বলেন, ‘গরমে প্রতিদিন না হলেও সপ্তাহে দুই-তিনটি ডাব খাই। বর্তমানে ১২০ টাকার নিচে ডাব কেনা যায় না। দুইদিন আগে আকারে একটু বড় ডাব খেয়েছি ১৮০ টাকা দিয়ে। ১৮০ টাকা দিয়ে। আজকে প্রচন্ড গরম।
রাণীগঞ্জ বাজার ডাব বিক্রেতা রানা বলেন, ‘পাইকারিতে ডাবের দাম বেড়েছে। মাসখানেক আগে প্রতি ১০০টি ডাবের দাম ছিল ৮ থেকে ১০ হাজার টাকা। তবে কয়েক সপ্তাহ ধরে পাইকারিতে কিনতে দিতে হচ্ছে আকারভেদে ১৪ হাজার টাকা পর্যন্ত। তাই আমাদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে। ‘গরম এলে ডাবের দাম ও চাহিদা দুটোই বাড়ে। আমি প্রতি ১০০ ডাব কিনেছি ১২ হাজার টাকায়।

সঙ্গে রয়েছে পরিবহন খরচ। এর মধ্যে কিছু ডাব ছোট। সেগুলো বিক্রি করতে হচ্ছে প্রতিটি ১০০ টাকা করে। চালানের টাকা তুলতে বাধ্য হয়ে ১৫০ থেকে ১৬০ টাকায় বিক্রি করছি। আগে প্রতিদিন ১০০ থেকে ১৫০টি ডাব বিক্রি হত। তবে এখনো সব ধরনের গরমের ফল ওঠেনি উপজেলার বেশির ভাগ হাট বাজারে। তবে বাজারে পাওয়া যাচ্ছে গ্রীঃকালীন ফল আম, কাঁঠাল, লিচু, জাম এ আম, কঠাল, সিই। জাম ও আনারস। তবে মৌসুমের শুরুতে অধিকাংশ ফল বিক্রি হচ্ছে চড়া দামে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com