ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি।-দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলা যুবদলের আয়োজনে আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ‘আমাদের করণীয়’ ও লক্ষনী শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ সেপ্টেম্বর/২৫খ্রি:শনিবার সন্ধ্যায় উপজেলার সিংড়া ইউনিয়ন পরিষদে উপজেলা যুবদলের আহবায়ক মো. জহুরুল ইসলাম শান্তর সভাপতিত্বে ও সদস্য সচিব মোফাজ্জল হোসেন প্রধানের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয় ।
আলোচনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবু হাসমি, যুগ্ম আহবায়ক মো. শামীম খন্দকার, গোলাম রব্বানী, মো. মাসুদ চৌধূরী ও উজ্জল মিয়া, উপজেলা ছাত্রদলের আহবায়ক জোবায়ের হোসেন সাদ্দামসহ উপজেলা ও ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ। অনুষ্ঠানের বক্তারা জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীর্ষের বিজয় নিশ্চিত করতে ঘোড়াঘাট উপজেলা যুবদলের নেতাকর্মীদের সকল ভেদাভেদ ভুলে গিয়ে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। এ সময় উপজেলা যুবদল ও ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply