শনিবার, ১৭ মে ২০২৫, ০৫:৪২ অপরাহ্ন

ঘোড়াঘাটে কামান ডোবা ঘাট ব্রিজের ভিত্তি প্রস্থর স্থাপনের উদ্বোধন

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০
  • ২৪৭ বার পঠিত
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক।- বজ্রকথা।

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি।- দিনাজপুরের ঘোড়াঘাটে সাপোর্টিং রুলার ব্রিজেস শীর্ষক প্রকল্পের আওতায় ৪ কোটি ৮৩ লক্ষ ৭৭ হাজার ৭ শত ৩৭ টাকা ব্যায়ে কামান ডোবা ঘাট ব্রিজের ভিত্তি প্রস্থর স্থাপনের উদ্বোধন করেন, দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক।
মঙ্গলবার (২৯শে ডিসেম্বর) বিকালে এ ব্রিজের ভিত্তি প্রস্থর স্থাপনের উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কাদেরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাফে খন্দকার শাহানসা, সাংগঠনিক সম্পাক সদের আলী, ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দিন, সাবেক উপজেলা চেয়ারম্যান কাজী শুভ রহমান চৌধুরী, উপজেলা প্রকৌশলী নুরনবী খান, সিংড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমজাদ হোসেন, সিংড়া ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মন্ডল প্রমুখ।
ক্যাপশনঃ ঘোড়াঘাটে কামান ডোবা ঘাট ব্রিজের ভিত্তি প্রস্থর স্থাপনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রেেখন, দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com