ঘোড়াঘাট ( দিনাজপুর) প্রতিনিধি।- দিনাজপুরের ঘোড়াঘাটে ক্যান্সার,কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোক, প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালোসেমিয়া রোগীদের মাঝে সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত এককালীন অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ চেক বিতরন করেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আঃ রাফে খন্দকার শাহানসা।
এ সময় সমাজ সেবা কর্মকতা আব্দুল আউয়াল সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। চেক বিতরণী অনুষ্ঠানে উপজেলার ৫ জন রোগীকে ২ লক্ষ ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়।
Leave a Reply