নিজস্ব প্রতিবেদক।- দিনাজপুর সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়নে ১নং ওয়ার্ড ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
৯ জুন শুক্রবার দিনাজপুর সদর উপজেলার নশিপুর হাইস্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে ১নং চেহেলগাজী ইউনিয়ন ছাত্রলীগের অন্তর্গত ১নং ওয়ার্ড শাখার বার্ষিক সম্মেলনে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রনি আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. রাকিব হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুল হামিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি রায়হান শরীফ। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা ছাত্রলীগের আহবায়ক মো. আহসানুজ্জামান চঞ্চল, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শাহ আলম স্বপন।
এছাড়াও সম্মেলনে বক্তব্য রাখেন জেলা ওলামা লীগের সভাপতি মাওলানা মোহাম্মদ শওকত ইসলাম, উপজেলা মৎস্যজীবি লীগের সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান রাজু, নশীপুর হাই স্কুল ও কলেজের সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুস সাত্তার, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. আমানুল্লাহ আমান, ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী, কামু, জয়, হৃদয়, সেলিম, রবিউল, সাদ, পিয়াস, রবিউল, তৌহিদ প্রমুখ।
Leave a Reply