বজ্রকথা প্রতিনিধি ।- পীরগঞ্জ উপজেলা সদর আঁখিরা নদীর তীরে অবস্থিত। কারো মতে আঁখিরা নদী নয়, একটি খাল! অবশ্য আমরা আজ সে বিতর্কে যাচ্ছি না। কথা বলবো আঁখিরার বর্তমান পরিণতি নিয়ে ।
এক সময় জলে টৈটুম্বুর ছিল আঁখিরা নদী কিন্তু এখন জল শুন্য! আজ থেকে ৪ দশক আগেও চৈত্র – বৈশাখ মাসে এই নদীতে সারা বছর জল থাকতো, মাছ ছিল, স্রোত বহমান ছিল কিন্তু এখন এই নদীর শরীর জল অভাবে শুকিয়ে গেছে।
বর্ষাকালে বিশেষ করে আষাঢ় , শ্রাবণ, ভাদ্র ও আশ্বিন এই চার মাস নদীটি জলে পরিপূর্ণ থাকে, স্রোত বয়; তবে শুষ্কমৌসুমে উজান থেকে জল না আসায় কার্তিক থেকে জল কমতে শুরু করে, চৈত্র-বৈশাখ মাসে জল শুন্য হয়ে পড়ে নদীটি।
এক সময় এই নদীর জল দিয়ে দুই পাড়ের জমিগুলোতে কৃষকরা বোরধান আবাদ করতো কিন্তু এখন জল অভাবে নদীর জলে আবাদ হয় না। কৃষকরা বিকল্প ব্যবস্থা হিসেবে স্যালো মেশিন দিয়ে আবাদ করে থাকেন।
বলায় বাহুল্য যদিও শুস্ক মৌসুমে জলধরে রাখতে বড়বিলা বিলের কাছাকাছি আঁখিরার মোহনায় স্লুইচ গেট দেয়া হয়েছে কিন্তু তাতে কাজের কাজ কিছুই হয়নি।
লীগ সরকারের আমলে নদীটির নাব্যতা ফেরাতে পানি উন্নয়ন বোর্ড দায়সারা গোছের সংস্কার করেছে, নদীর তীর রক্ষায় মোটা বাজেটে ব্লক বসানো হচ্ছে ;তাতে কী! নদীর শোভা জল, তাই ছল না করে নদীতে জলের ব্যবস্থা করা হলে এই নদী বাঁচবে নইলে এটা ড্রেনে পরিণত হবে।ছবি- এস এ মন্ডল
Leave a Reply