বজ্রকথা ডেক্স ।- পরিবেশের মারাত্মক ক্ষতির কথা চিন্তা করে জাপানের বেসরকারি সংস্থা সুমিতোমো ফরেস্ট্রি এবং কিয়োতো বিশ্ববিদ্যালয় যৌথভাবে বিশ্বের প্রথম কাঠের স্যাটেলাইট (কৃত্রিম উপগ্রহ) তৈরির উদ্যোগ নিয়েছে। পৃথিবী থেকে মহাকাশে অধিক পরিমাণে স্যাটেলাইট উৎক্ষেপণ এর ফলে দিন দিন জটিল অবস্থা সৃষ্টি হচ্ছে। সেই সাথে স্যাটেলাইটগুলো বাতাসে এলুমিনা পার্টিকেল ছড়িয়ে দিচ্ছে, এ ভাবনা থেকে কাঠের তৈরী স্যাটেলাইট উৎক্ষেপণের উদ্যোগ নিয়েছেন বিজ্ঞানীরা।২০২৩ সালের মধ্যে স্যাটেলাইটটি মহাকাশে উৎক্ষেপণের পরিকল্পনা রয়েছে।সুমিতোমো ফরেস্ট্রি নামে বেসরকারি সংস্থাটি জানিয়েছে, তারা গাছের বৃদ্ধি এবং মহাকাশে কাঠের উপকরণ ব্যবহারের সম্ভাব্যতা নিয়ে গবেষণা শুরু করেছে।দুই প্রতিষ্ঠান যৌথভাবে পৃথিবী গ্রহের চরম পরিবেশে বিভিন্ন ধরনের কাঠ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করবে।
প্রায় ৪০০ বছর আগে প্রতিষ্ঠিত সুমিতোমো গ্রæপের অংশ সুমিতোমো ফরেস্ট্রি। সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, তারা কাঠ দিয়ে এমন একটি বস্তু তৈরির চেষ্টা করছেন যা তাপমাত্রার পরিবর্তন এবং সূর্যের তীব্র আলোতে অক্ষত থাকতে পারবে। উল্লেখ্য ইতোমধ্যে মহাকাশে বিপুল পরিমাণে আবর্জনা জমে গেছে, যেটিকে বলা হয় স্পেস জাঙ্ক। অপরদিকে স্যাটেলাইট উৎক্ষেপণও থেমে নেই। ফলে এই স্পেস জাঙ্ক বড় সমস্যা হয়ে উঠছে।কাঠ দিয়ে স্যাটেলাইট তৈরি সম্ভব হলে স্পেস জাঙ্ক অনেকখানি হ্রাস করা সম্ভব হবে। কারণ একটি স্যাটেলাইট পৃথিবীতে ফিরে আসার সময় বায়ুমন্ডলে প্রবেশ করার কয়েক মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যাবে। এছাড়া এটি বায়ুমন্ডলে কোনো আবর্জনার অবশেষে রাখবে না।
Leave a Reply