বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৭:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে সমন্বিত খামার বায়োগ্যাস বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন  পীরগঞ্জে কমিউনিস্ট পার্টির দ্বি- বার্ষিক সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত স্ত্রী হত্যা মামলার  আসামী স্বামীকে কেরানীগঞ্জ থেকে আটক রংপুর-ঢাকা মহাসড়কে ট্রাক্টরচাপায় প্রাণ গেল গৃহবধূর রংপুরে মহানগর  ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি বেরোবির একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের বিভাগীয় প্রধান উমর ফারুক আরপিএমপি ট্রাফিক বিভাগের  সদস্যদের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ ফুলবাড়ীতে  সংসদ সদস্যের বিশেষ বরাদ্দ ২৪ লক্ষ টাকার বিতরণ  পলাশবাড়ীতে  এক কেজি গাজাসহ আটক- ১ হুয়াওয়ে আইসিটি কম্পিটিশনের এশিয়া প্যাসিফিক পর্বে রুয়েট তৃতীয়

জ্বালানী তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রংপুরে জাপার বিক্ষোভ

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ২০১ বার পঠিত

হারুন উর রশিদ সোহেল।-১০ আগষ্ট/২২খ্রি: বুধবার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যের প্রতিবাদে রংপুর মহানগরীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় পার্টি।
এদিন ১১টায় মহানগর ও জেলা জাতীয় পাটির আয়োজনে নগরীর সেট্রাল রোড থেকে বিক্ষোভ মিছিল বের হয়। এতে নেতৃত্ব দেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, মহানগর সভাপতি ও রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। মিছিলটি নগরীর প্রধান সড়কে উঠলে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। জাপা নেতাকর্মীদের সাথে এ সময় সাধারণ নগরবাসীও মিছিলে অংশ নেন। পরে পায়রা চত্বর, সুপার মার্কেট, সিটি বাজার, টাউন হল ঘুরে পায়রা চত্বরে সমাবেশ করে দলটি। এ সময় সিটি মেয়র ছাড়াও বক্তব্য রাখেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও মহানগর সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আজমল হোসেন লেবু, জাতীয় আইনজীবি ফেডারেশনের বিভাগীয় আহবায়ক এ্যাড. মোকাম্মেল হক চৌধুরী, জাতীয় পাটির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও জেলা যুব সংহতি সভাপতি হাসানুজ্জামান নাজিম, কেন্দ্রীয় সদস্য আব্দুর রহিম বাবলু, জাতীয় পার্টির রংপুর মহানগর কমিটির সহ-সভাপতি মোহাম্মদ টিপু সুলতান রংপুরী, যুগ্মসাধারণ সম্পাদক আবদুর রহিম পাঠান, সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম, জাতীয় পার্টির রংপুর সদর উপজেলা কমিটির সভাপতি ও রংপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোছাঃ কাজলি বেগম, জাতীয় পার্টির রংপুর সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মাসুদুর রহমান মিলন, জাতীয় যুব সংহতির রংপুর মহানগর সাধারণ সম্পাদক আলাল উদ্দিন কাদেরী শান্তি, জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম, স্বেচ্ছাসেবক পার্টির মহানগর কমিটির আহবায়ক ফারুক হোসেন মন্ডল, জাতীয় ছাত্র সমাজ রংপুর মহানগর সভাপতি ইয়াসির আরাফাত আসিফ প্রমুখ।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, মহানগর সভাপতি ও রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা তার বক্তব্যে বলেছেন, জ্বালানী তেল ও গ্যাসের মূল্যবৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্ত থেকে সরে না এলে সরকার পতনের আন্দোলনে যাবে তার দল। সেক্ষেত্রে রংপুরের রাজপথ জাতীয় পার্টির দখলে রাখার ঘোষণাও দেন তিনি।  সিটি মেয়র মোস্তফা আরও বলেন, ‘জাতীয় পার্টি গণমানুষের দল। তাই গণমানুষের উপর যখন কোনো খড়গ নেমে আসে, দুর্ভোগের কারণ হয়, তার প্রতিবাদে আমরা সবসময় মাঠে থাকি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যে বিক্ষোভ এবং সমাবেশ আমরা করলাম, তাতে আপনারা দেখলেন হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছেন। পথঘাট বন্ধ হয়ে গেছে। লুঙ্গি পরা মানুষও মিছিলে এসেছে। এর দ্বারা প্রমাণিত হয় এই সরকারের প্রতি মানুষের আর কোনো আস্থা নেই।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com