বজ্রকথা প্রতিনিধি।- ডাক বিভাগের গতি নিয়ে প্রশ্ন তুলেছেন, পীরগঞ্জের সাবেক সংসদ সদস্য ও রংপুর জেলাধীন পীরগঞ্জ উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান, নুর মোহাম্মদ মন্ডল।
প্রশ্ন তোলার কারণ, বাংলাদেশ জাতীয় সংসদ, স্পীকারের কার্যালয় থেকে ২৪ রংপুর , পীরগঞ্জ -৬ মাননীয় স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর নির্বাচনী এলাকায় তাঁর ১৫ ফ্রেব্রুয়ারী/২৩ তারিখের সফরসূচী সংক্রান্ত পত্রটি গত ১৩/০২/২৩ খ্রিঃ তারিখে উপজেলা চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডলের বরাবরে প্রেরণ করা হলে,সেই সফর সুচী এসে পৌছেছে দশদিন পর ২৪ /০২/২৩ খ্রিঃ তারিখে। অর্থ্যাৎ মাননীয় স্পীকার মহোদয়ের সফর শেষ হওয়ার ১০দিন পর।
এ ব্যাপারে নুর মোহাম্মদ মন্ডল বজ্রকথাকে বলেছেন, এই হচ্ছে আমাদের ডাক বিভাগ। মাননীয় স্পীকার মহোদয়ের ১৫ ফেব্রুয়ারীর সফর সূচী পেলাম ২৪ ফেব্রুয়ারী তারিখে! তিনি আরো বলেন, পৃথিবী এগুচ্ছে সামনের দিকে আর বাংলাদেশের ডাক বিভাগ চলছে মন্থর গতিতে!
Leave a Reply