গত ১২ অক্টোবর রংপুর সার্কিট হাউজে মাননীয় তথ্য উপদেষ্টা মহোদয়ের মতবিনিময় সভা পন্ড হওয়ার বিষয়ে ”রংপুর সাংবাদিক স্বার্থ সুরক্ষা কমিটির” ব্যানারে সংবাদ সম্মেলন এবং পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে রংপুর রিপোর্টার্স ক্লাব’র অংশগ্রহণ বিষয়ে যে তথ্য প্রচার করা হয়েছে এ বিষয়ে মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় রংপুর রিপোর্টার্স ক্লাবের কার্যনির্বাহী কমিটির জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ক্লাবের সহ-সভাপতি আব্দুল আজিজ চৌধুরী সাঈদ।
বৈঠকে সিদ্ধান্তে বলা হয়, “” রংপুরে সাংবাদিকদের মধ্যকার হট্টগোলে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের মতবিনিময় সভা পন্ড হওয়ায় গভীরভাবে উদ্বিগ্ন রংপুর রিপোর্টার্স ক্লাব। এ ঘটনায় রংপুরে কর্মরত গণমাধ্যমকর্মীরদের ইমেজ ক্ষুন্ন হওয়ার পাশাপাশি রংপুর সম্পর্কে একটি খারাপ বার্তা গেছে সারাদেশে। সেকারনে কম সময়ের মধ্যে এ ঘটনার কারণ অনুসন্ধান এবং সুষ্ঠু তদন্ত করে যথাযথ ব্যবস্থার গ্রহণ করার জন্য প্রশাসনের কাছে দাবি জানানো হয়।
একই সাথে বিষয়টি নিয়ে তথ্য উপদেষ্টার সাথে আলোচনা করে আবারো তাকে রংপুরে আনার উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত হয়।'”
সিদ্ধান্তে আরও বলা হয়, ”ঢাকা এবং রংপুরের প্রশাসন এরই মধ্যে বিষয়টি তদন্ত শুরু করেছে। রংপুর রিপোর্টার্স ক্লাব প্রশাসনের ওপর আস্থা রাখতে চায়। ক্লাব আশা করে প্রশাসন সঠিক সিদ্ধান্ত গ্রহন করবেন। “‘
এছাড়াও ক্লাবের সিদ্ধান্তে বলা হয়, ‘ রংপুর প্রেসক্লাবের চলমান বিষয় সম্পর্কিত পক্ষে কিংবা বিপক্ষে কোন ধরণের কর্মসূচিতে রংপুর রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ এবং সদস্যরা অংশগ্রহন করবে না। তবে কর্মসূচি কভার করার জন্য যেতে পারবেন। সেখানেও সর্বোচ্চ সতর্কতা এবং বিনয় ও ভদ্রতা নিশ্চিত করার মাধ্যমে ক্লাবের ঐতিহ্য রক্ষা করে কর্মসূচি কভার করতে হবে।'”
বৈঠকে সিদ্ধান্ত হয়, ” নেতৃবৃন্দ কিংবা সদস্যদের কেউ যদি প্রেসক্লাব সংক্রান্ত পক্ষে কিংবা বিপক্ষে কোনধরণের কর্মসূচিতে অংশ নেন, একাত্মতা প্রকাশ করেন, বক্তব্য দেন, মন্তব্য করেন সেটা তার ‘ব্যক্তিগত’ অংশগ্রহন ও মতামত হিসেবে বিবেচিত হবে। সেটা কোনভাবেই ‘রংপুর রিপোর্টার্স ক্লাব’ র অংশগ্রহন, বক্তব্য, মন্তব্য হিসেবে গন্য হবে না। “
বৈঠকে সিদ্ধান্ত হয়, ” মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেলে রংপুর সাংবাদিক স্বার্থ সুরক্ষা কমিটির ব্যানারে রংপুর প্রেসক্লাব সংক্রান্ত বিষয়ে অংশ নিয়ে রংপুর রিপোর্টার্স ক্লাবের সম্মানিত সভাপতি জনাব নজরুল ইসলাম রাজু যে বক্তব্য দিয়েছেন এবং তাদের গৃহিত সিদ্ধান্ত ও কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করেছেন। যা বিভিন্ন অনলাইন পোর্টাল, গণমাধ্যম এবং প্রেস রিলিজের মাধ্যমে জানা গেছে। সেটি তার একান্ত ব্যক্তিগত মতামত ও অংশগ্রহণ। ওই অংশগ্রহণ এবং মতামত রংপুর রিপোর্টার্স ক্লাব এর নয়। ‘
সভায় সিদ্ধান্ত হয়, রংপুর রিপোর্টার্স ক্লাব সব সময় সকল ধরনের বৈষম্যের বিপক্ষে। তথ্য উপদেষ্টা মহোদয়ের মতবিনিময় সভায় রংপুর প্রেসক্লাবের বৈষম্য নিয়ে আলোচনা উত্থাপনের প্রেক্ষিতে যে পরিস্থিতি তৈরি হয়েছে রংপুর রিপোর্টার্স ক্লাব তার তীব্র নিন্দা জানায়।
Leave a Reply