রবিবার, ১৮ মে ২০২৫, ০৪:৩২ পূর্বাহ্ন

তিস্তার পানির ন্যায্য হিস্যা চেয়ে গাইবান্ধায় মিছিল-সমাবেশ

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২৪ মার্চ, ২০২১
  • ২০৩ বার পঠিত

গাইবান্ধা প্রতিনিধি।- তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় এবং চাল,ডাল,তেল,রান্নার গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোসহ সকল বন্ধ চিনিকল-পাটকল অবিলম্বে খুলে দিয়ে আখ ও পাটচাষীদের রক্ষা, শাল্লায় সা¤প্রদায়িক দাঙ্গার প্রতিবাদে মঙ্গলবার ২৩ মার্চ গাইবান্ধা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠন গাইবান্ধা জেলা শাখা এই কর্মসূচীর আয়োজন করে। সংগঠনের সদর উপজেলা সভাপতি গোলাম সাদেক লেবুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় সদস্য আহসানুল হাবীব সাঈদ, সাধারণ সম্পাদক মাহবুবর রহমান খোকা ও ডা. আব্দুল জব্বার প্রমূখ।সমাবেশে নেতৃবৃন্দ বলেন, একদিকে সরকার ঘটা করে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করছে অন্যদিকে দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে জনগনের নাভিশ্বাস উঠেছে। শিক্ষা ও চিকিৎসা ব্যয় বহন তো দূরের কথা, নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতেই জনগণকে ঋণগ্রস্ত হতে হচ্ছে। করোনায় লক্ষ লক্ষ মানুষ কাজ হারিয়েছে। ক্ষেতমজুরদের সারা বছরের কাজ নেই। বাজারে জিনিসের অগ্নিমূল্য হলেও কৃষক তার ফসলের ন্যায্যমূল্য না পেয়ে সর্বশান্ত হচ্ছে। দেশের অভ্যন্তরে খুন, ধর্ষণ, ডিজিটাল আইনের অপব্যবহার করে মত প্রকাশের অধিকার কেড়ে নেয়ার মহোৎসব চলছে। আবার ক্ষমতায় টিকে থাকার জন্য দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে প্রতিবেশী রাষ্ট্রকে অন্যায় সুযোগ প্রদান এবং দেশের স্বার্থে তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকারের কার্যকর কোন পদক্ষেপ নেই। বক্তারা, অবিলম্বে দেশের স্বার্থে, জনগনের স্বার্থে তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায়, বন্ধ সকল চিনিকল পাটকল খুলে দেয়া, চাল, ডাল তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানো এবং ক্ষেতমজুরদের সারা বছরের কাজের নিশ্চয়তা বিধান করতে কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। সেইসাথে শাল্লায় সাম্প্রদায়িক হামলার তীব্র নিন্দা জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com