শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৭:৪২ অপরাহ্ন

দক্ষিন এশিয়ার সাহিত্য সংষ্কৃতি বিষয়ক সম্মেলন হবে নেপালে

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৭ বার পঠিত

বজ্রকথা রিপোর্ট।- আগামী ২৬ , ২৭ ও ২৮ ফেব্রুয়ারী /২৫ খ্রি: বুধ , বৃহস্পতি ও শুক্রবার তিনদিন ব্যাপী নেপালের মাকালু হিলে অনুষ্ঠিত হবে দক্ষিন এয়িশার সাহিত্য-সংষ্কৃতি বিষয়ক সম্মেলন এবং মাকালু প্লাটিনাম জুবলি সিলেব্রেশন ২০২৫।
এই অনুষ্ঠানের নামকরণ করা হয়েছে “ সাউথ এশিয়ান কালচারাল কনফারেন্স নেপাল” এই সম্মেলনের আয়োজক হিসেবে থাকছে মাকালু লিটারারী সোসাইটি এবং এফসাকল। পৃষ্টপোষকতায় রয়েছেন, মাকুল রুরাল মিউনিসিপালিটি। এই সম্মেলনে ভারত, বাংলাদেশ, ভুটান, মায়ানমার ও নেপালের লেখক, কবি সাহিত্যিক গবেষয়ক, শিক্ষক, সাংবাদিক, সমাজকর্মীগণ অংশ নেবেন বলে জানা গেছে। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সুধীমহল উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। এই অনুষ্ঠনে প্রধান সসমন্বয়কারীর দায়িত্বে রয়েছেন, এফসাকল (এসাসিয়েশন ফর সাউথ এশিয়ান কালচাল এন্ড লিটারেচার) এর মাননীয় চেয়ারম্যান বিশিষ্ঠ লেখক তারাবাহাদুর বুধাথোকী ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com