মোঃ আশরাফুল আলম, দিনাজপুর (ফুলবাড়ী) প্রতিনিধি।- ফুলবাড়ী উপজেলায় বেসরকারি সংস্থা বেসিক এর উদ্যোগে উপজেলা রবিদাস মহিলা উন্নয়ন সমিতির আয়োজনে বেসিক সংস্থার সহযোগিতায় আন্তর্জাতিক নারী দিবস পালিত। গতকাল সোমবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে ফুলবাড়ীর প্রধান প্রধান সড়ক ঘুরে র্যালী করে বেসিক অফিসে এসে শেষ হয়।আলোচনাসভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন বেসিক এর নির্বাহী পরিচালক শ্যামল চন্দ্র সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সমাজ উন্নয়নের নির্বাহী পরিচালক মোছাঃ নাসিমা পারভীন। সভাপতিত্ত্ব করেন সন্ধ্যা রানী রবি দাস। আন্তর্জাতিক নারী দিবস পালিত অনুষ্ঠানটির সঞ্চালনা করেন রাসেল মার্ডী, প্রোগ্রাম কর্মকর্তা বেসিক ফুলবাড়ী। এ সময় রবি দাস মহিলা উন্নয়ন সমিতির সকল নেতকর্মী ও সদস্যগণ এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply