মোঃ আশরাফুল আলম, দিনাজপুর( ফুলবাড়ী) প্রতিনিধি।- দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবি’র আওতায় সীমান্ত এলাকায় বিজিবি’র কড়া নজরদারি। ফুলবাড়ী ২৯ বিজিবি’র আওতায় সীমান্ত এলাকায় কড়া নজরদারি জোরদার করেছেন। সীমান্ত এলাকায় কোন চোরাকারবারী, নারী ও শিশু পাচারকারীরা যাতে করে সীমান্তের জিরো পয়েন্টে গিয়ে ভারতীয় সীমান্তের কাঁটাতার কেটে প্রবেশ করতে না পারে সেজন্য কঠোর নজরদারি চালাচ্ছেন সীমান্তে অবস্থানরত বিজিবি সদস্যরা। সীমান্ত এলাকার জিরো পয়েন্টে না যাওয়ার জন্য গ্রামবাসীদেরকে সতর্ক করছেন। আবার সীমান্তের ওপার থেকে চোরাপথে বাংলাদেশে অনুপ্রবেশ করতে না পারে সেদিকেও নজরদারি রাখছেন।
কেউ বিনা কারণে সীমান্তের জিরো পয়েন্টে গিয়ে অকাতরে ভারতীয় বিএসএফ এর গুলিতে নিহত না হয় সেদিকেও সবাইকে সতর্ক করে দিচ্ছেন সভা সেমিনারের মাধ্যমে, অনাকাঙ্খিত কোন ঘটনা না ঘটে। ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল শরীফউল্লাহ্ আবেদ (এসজিপি) দায়িত্বভার পাওয়ার পর দিনরাত সীমান্ত এলাকায় চোরাচালান দমন, সীমান্তের ওপার থেকে বাংলাদেশে অনুপ্রবেশ, সীমান্তের এপার থেকে ভারতে নারী ও শিশু পাচার এসব ঘটনা যাতে না ঘটে সেদিকে সজাগ দৃষ্টি রেখে তিনি এবং বিজিবি’র সকল সদস্য একযোগে কাজ করছেন।
এ বিষয়ে গতকাল শনিবার ফুলবাড়ী ২৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল শরীফউল্লাহ্ আবেদ (এসজিপি) এর সাথে কথা বললে তিনি জানান, সীমান্ত এলাকায় মানুষ হত্যা শূন্যের কোঠায় এসেছে। চোরাচালান দমনে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্তমান সীমান্ত এলাকায় চোরাচালান ৯০% বন্ধ হয়েছে। নারী ও শিশু পাচার নেই বললেই চলে। সব মিলিয়ে আমার দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় দিনরাত আমার বিজিবি সদস্যরা সর্বদায় যথাযথ দায়িত্ব পালন করছে। বর্তমান সীমান্ত এলাকায় কঠোর নজরদারি চলছে। আমি সীমান্ত এলাকায় কোন চোরাচালান হতে দেব না। এজন্য সীমান্তের জনগণকে সচেতন হওয়ার আহবান জানিয়ে আমি কাজ করছি।
Leave a Reply