মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৫:৩৪ অপরাহ্ন

দিনাজপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ৭৭ বার পঠিত

দিনাজপুর প্রতিনিধি।-“আগামী প্রজন্মকে স্বক্ষম করি-দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুর জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এর আয়োজনে “আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৪” উপলক্ষ্যে র‌্যালী, আলোচনা সভা ও ভ‚মিকম্প/অগ্নিকান্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধির মহড়া অনুষ্ঠিত হয়েছে।

১০ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০টায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয় হতে দিবসটি উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালীর নেতৃত্ব দেন প্রধান অতিথি দিনাজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জানে আলম। র‌্যালীটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসক কার্যালয়ে চত্বরে আলোচনা ও মহড়া অনুষ্ঠানে মিলিত হয়।

দ্বিতীয় পর্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জানে আলম। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ আনিছুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দিনাজপুরের সিনিয়র স্টেশন অফিসার মোঃ বজলুর রশিদ। ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মোঃ আব্দুল মালেকের সঞ্চালনায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন ল্যাম্প হাসপাতালের এসাইমেন্ট অফিসার এনোস শরেন, ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র প্রোগ্রাম অফিসার দিনো দাস, আরডিআরএস এর রবিউল আলম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন। সর্বশেষে দিবসটি উপলক্ষ্যে ভ‚মিকম্প/অগ্নিকান্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি বিষয়ক বিভিন্ন ধরনের মহড়া অনুষ্ঠিত হয়। এসময় দিনাজপুর রেড ক্রিসেন্ট ইউনিটের যুব সদস্যবৃন্দ, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com