বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১১:০৭ অপরাহ্ন

দিনাজপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ৮ মার্চ, ২০২১
  • ২১৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর : দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী বলেছেন, বাংলাদেশে নারী সমাজের আর্থ সামাজিক উন্নয়ন, নারী অধিকার, রক্ষা, নারীর ক্ষমতায়ন ও সমতা সৃষ্টির জন্য দিবসটির গুরুত্ব অপরিহার্য। নারীর ক্ষমতায়নে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা গত ১০ বছরে যেভাবে কাজ করে যাচ্ছেন। সুদিন সন্নিকটে। আর নারী নির্যাতন রোধে বিভিন্ন আইন প্রণয়নও করেছেন বর্তমান আওয়ামী সরকার। নারী দিবসে বাংলাদেশসহ বিশে^র সকল নারীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তিনি বলেন, সর্বক্ষেত্রে নারীরা যোগ্যতার স্বাক্ষর রেখে এগিয়ে চলেছে। নারীদের এই এগিয়ে যাওয়ার ধারা অব্যাহত রাখতে পুরুষদেরকেও তাদের পাশে দাড়াতে আহবান জানান তিনি। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে “ করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ^” প্রতিবাদ্য বিষয়কে সামনে রেখে ৮ মার্চ সোমবার বেলা ১১টায় দিনাজপুর শিশু একাডেমী মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর উপ পরিচালক মো. মোর্শেদ আলী খান এর সভাপতিত্বে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুজন সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএইচএম মাগফুরুল হাসান আব্বাসী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. সাইফুল আলম। এছাড়াও সভায় ডে কেয়ার কর্মকর্তা রেজভিন শারমিনাজ ইসলাম রোমানা এর পরিচালনায় আরও বক্তব্য রাখেন এমবিএসকে এর নির্বাহী প্রধান সুলতানা রাজিয়া, হাউজ অব হোপ এর পরিচালক নিকোলাউ মেরেজে নেতোসহ বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিগণ। বক্তব্য শেষে নারী দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com