বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৭:২২ অপরাহ্ন

দিনাজপুরে গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ কাজের উদ্বোধন

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২০
  • ৩৫৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর।- মুজিব শতবর্ষ উপলক্ষ্যে দিনাজপুর সদর উপজেলায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাস্তবায়নে ও উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে আশ্রয়ন প্রকল্প-২’র আওতায় ভুমিহীন ও গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

আজ বুধবার দুপুর ১২টায় উপজেলার চেহেলগাজী ইউনিয়নের বড়ইলে উক্ত গৃহনির্মাণ কাজের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএইচএম মাগফুরুল হাসান আব্বাসী।

অনুষ্ঠানে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মাহমুদ আল হাসান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জসিম উদ্দিন, চেহেলগাজী ইউপি মেম্বার আমির আলী, জর্জিস সোহেল, শহর যুবলীগের দপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাক, শহীদ জমির উদ্দিন গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল হামিদ প্রমুখ।

উদ্বোধন শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আত্মার মাগফিরাত ও বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশের সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন উপস্থিত সকলেই।

প্রসঙ্গত, দিনাজপুর সদর উপজেলায় প্রথম পর্যায়ে ৮০টি গৃহনির্মাণ করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com