শুক্রবার, ১৬ মে ২০২৫, ০৩:৩৬ পূর্বাহ্ন

দিনাজপুরে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে দি অপটিমিস্টস্’র ৪ লাখ টাকার শিক্ষাবৃত্তি প্রদান

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০
  • ২৪৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর।- দিনাজপুরে আমেরিকান প্রবাসীদের কল্যাণমুলক সংগঠন ‘‘দি অপটিমিস্টস্’’ অসহায় দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করেছে। দিনাজপুরসহ রংপুর জেলার ৭৬ জন শিক্ষার্থীর মাঝে প্রায় ৪ লাখ টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

১৯ ডিসেম্বর শনিবার দুপুরে দিনাজপুর শহরের কলেজিয়েট গার্লস স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে আমেরিকান প্রবাসীদের সংগঠিত, পরিকল্পিত ও প্রতিষ্ঠিত কল্যাণমুলক সংগঠন ‘‘দি অপটিমিস্টস্’’ জেলা শাখার উদ্যোগে অসহায় দরিদ্র শিশুদের লেখাপড়া, চিকিৎসার জন্য আর্থিক এককালীন অনুদানের নগদ অর্থ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে দি অপটিমিস্টস্ দিনাজপুর জেলা শাখার ডাইরেক্টর ও জেলা পরিষদের সদস্য ফয়সল হাবিব সুমন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএইচএম মাগফুরুল হাসান আব্বাসী।

বক্তব্য শেষে সংগঠনের পক্ষ থেকে দিনাজপুর জেলার ৪৫ জন আর রংপুর জেলার ৩১ জন অসহায়, গরীব ছাত্র-ছাত্রীদের মাঝে মোট ৩ লাখ ৮৬ হাজার টাকা নগদ বিতরণ করা হয়। এরমধ্যে হাবিপ্রবি, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের তিনজন শিক্ষার্থীকে প্রতিবছর ২১ হাজার ৬’শ টাকা আর ৬ষ্ঠ হতে একাদশ শ্রেণির শিক্ষার্থীর প্রত্যেককে প্রতিবছর ৯ হাজার তিন’শ টাকা প্রদান করা হচ্ছে। যা গত ৭ বছর যাবত এ অর্থ বিতরণ করা হচ্ছে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন।

এছাড়াও সংগঠনের জেলা শাখার এডিশনাল ডাইরেক্টর মো. আতিয়ার রহমান’র পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দি অপটিমিস্টস্ দিনাজপুর জেলা শাখার প্রজেক্ট ডাইরেক্টর (ফিন্যান্স) চিত্ত রঞ্জন মহন্ত, প্রজেক্ট ইম্প্রিমেন্ট কো-অর্ডিনেটর মো. আফছারুজ্জামান প্রমুখ।

প্রসঙ্গত, আমেরিকান প্রবাসী বাঙ্গালীদের সেবামুলক সংগঠন “দি অপটিমিস্টস” বাংলাদেশে অসহায় গরীব শিশুদের লেখাপড়া ও স্বাস্থ্যসেবার উপর বিশেষ প্রাধান্য দিয়ে নগদ অর্থ দিয়ে সহায়তা করে আসছে। এরই প্রেক্ষিতে গরীব শিশুদের পাশে দাড়িয়ে সংগঠনটি বাংলাদেশের মোট ৩৮টি জেলায় এ কর্মকান্ড চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com