নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর।- আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষকাল উপলক্ষে দিনাজপুরে পল্লীশ্রী’র সহযোগিতায় ক্রিয়েটিং স্পেসেস প্রকল্পের কমিউনিটি দলের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে ৩ ডিসেম্বর বৃহস্পতিবার দিনাজপুর সদরের শেখপুরা ইউনিয়ন পরিষদ চত্তরে পল্লীশ্রী’র সহযোগিতায় ক্রিয়েটিং স্পেসেস প্রকল্পের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শেখপুরা ইউপি চেয়ারম্যান মো. মমিনুল ইসলাম।
কমিউনিটি দলের সভা প্রধান স্বরস্বতী রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন শেখপুরা ইউপি সদস্য দোলন রায়, পল্লীশ্রীর প্রোগ্রাম ম্যানেজার শামসুন নাহার, এইচ আর ইনচার্জ শামিমা বেগম পপি, ইয়ুথ সদস্য রঞ্জন রায় প্রমুখ।
উক্ত আলোচনা সভা পরিচালনা করেন পল্লীশ্রীর ক্রিয়েটিং স্পেসেস প্রকল্পের প্রজেক্ট কর্মকর্তা মো. সাজেদুল ইসলাম সুজন।
প্রসঙ্গত, ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর বিশে^র বিভিন্ন দেশ নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ হিসেবে পালন করে আসছে। এরই প্রেক্ষিতে পল্লীশ্রী বিভিন্ন আনুষ্ঠিকতা ও কর্মসূচীর মধ্যদিয়ে এই প্রতিরোধ পক্ষ পালন করছে।
Leave a Reply