নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর।- দিনাজপুরে শীতার্ত গরিব অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে বন্ধু সংসদ। প্রতি শীত মৌসুমের মতো এবারও শীতার্ত মানুষের পাশে দাড়িয়েছে বন্ধু সংসদ-৮৪ এর ব্যাচ।
“শীতার্তদের জন্য উষ্ণ ভালবাসা” এই শ্লোগানকে ধারন করে আজ শনিবার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে বন্ধু সংসদ দিনাজপুর এর উদ্যোগে শীতার্ত মানুষের হাতে এসব কম্বল তুলে দেন প্রেসক্লাবের সভাপতি স্বরুপ বকসি বাচ্চু ও সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল।
এ সময় দিনাজপুর বন্ধু সংসদের সভাপতি মামুন হাসান চৌধুরী, সাধারণ সম্পাদক মঞ্জরুল ইসলাম মঞ্জুরসহ মো. মাইনুল ইসলাম, নাজমুস সাকেব রানা ও সংগঠনের অন্যান্য বন্ধু সদস্য উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরুপ বকসি বাচ্চু বলেন, প্রচন্ড শীতে গরিব অসহায় শীতার্ত মানুষ খুব কষ্টে আছে। তাদের কষ্ট লাঘবে যার যার সাধ্যানুযায়ী শীতার্ত গরিব অসহায় মানুষের পাশে দাড়ানোর জন্য সমাজের বিত্তবান লোকদের প্রতি আহবান জানান।
Leave a Reply