নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর।- জনসাধারণের ব্যবহার্য হিসেবে রেকর্ড থাকা সত্তে¡ও জলডাড়ার উপর স্থাপনা নির্মাণ করে পানি নিস্কাশনের বাধাগ্রস্থ করায় অবৈধ স্থাপনা উচ্ছেদ চান দিনাজপুর সদর উপজেলার সুন্দরবন ও ফাজিলপুর ইউনিয়নের ভুক্তভোগী গ্রামবাসীরা।
জানা গেছে, দিনাজপুর সদর উপজেলার সুন্দরবন ও ফাজিলপুর ইউনিয়নের আমইর, গোদাবাড়ী, বেলবাড়ী, উত্তর মহেশপুর আরাজি ফাজিলপুর, ফাজিলপুর শুড়ীবৈলতড়, শুধিপাড়া ও রানীগঞ্জ গ্রামের বাসিন্দারা জীবন জীবিকার একমাত্র কৃষির উপর নির্ভরশীল। অত্র এলাকার জনকল্যাণমুলক কাজের অংশ হিসেবে কৃষি নির্ভর আবাদি জমির পানি নিস্কাশনের জন্য বৃটিশ ঔপনিবেশিক আমলে মহারাজা জগদিশ চন্দ্র রায় ফাজিলপুর ইউনিয়নের মহারাজপুর ও ফাজিলপুর মৌজার বর্ডার এলাকায় একটি জলডাড়া খনন করেন। এই জলডাড়া দিয়ে মৌজাগুলির আবাদি জমির পানি নিস্কাশন চালু করেন।
গ্রামবাসীর পক্ষে মো. রেজাউল করিম জানান, জলডাড়াটি জনস্বার্থে ব্যবহারের জন্য খনন করেছিলেন তৎকালীন দিনাজপুরের মহারাজা জগদিশ চন্দ্র রায়। এরপর পরবর্তী আমল থেকে জলডাড়াটি জনস্বার্থে ব্যবহার করে আসছিলাম আমরা গ্রামবাসীরা। কিন্তু জলডাড়াটি ভুমি দখলদারগণ নিজ নিজ এলাকায় ক্রমান্বয়ে আবাদি জমিতে পরিণত করে ভোগ দখল করছেন। এমনকি বর্তমানে উক্ত জলডাড়ার ফাজিলপুর গ্রামের মোড়ে জনসাধারণের চলাচলের রাস্তা ও ব্রীজের দক্ষিণমুখে জলডাড়ার উপরে আরাজি ফাজিলপুরের বাসিন্দা গুলশান আলী মাস্টার ছেলে মো. আব্দুর রাজ্জাক ক্ষমতার দাপটে এবং এলাকার কতিপয় সন্ত্রাসী বাহিনীর সহায়তায় পাকা স্থাপনাসহ দোকান পাট ঘরবাড়ী নির্মান করেছেন। এতে গ্রামগুলোর কয়েক হাজার জনগণের আবাদি জমিসহ ঘরবাড়ির পানি নিস্কাশনের রাস্তা বন্ধ হয়ে গেছে। এমনকি বর্ষা মৌসুমেও এই এলাকায় পানি বন্দী হয়ে থাকায় বর্ষাকালীন ধান চাষের ব্যাপক ক্ষতি হচ্ছে। গত কয়েক বছর যাবত গ্রামগুলোর কৃষি কার্যক্রম মুলত বন্ধ হয়ে আছে।
তিনি আরও জানান, বর্তমানে ইরি ধানের বীজ রোপন করবার মতো অবস্থা নাই। জমির মধ্যে এখনও এক থেকে দেড় ফুট পানি জমা বেধে আছে। জলডাড়ার ৪নং দাগে ২৪ শতক সম্পুর্ণ ভরাট করে দখলে নিয়েছে দখলকারীরা। সেই সাথে ৯নং দাগে ২০ শতক জলডাড়া ভরাট করে অবৈধ মার্কেট স্থাপন করে বাণিজ্যিকভাবে ব্যবহার করছে। আর বাকি জলডাড়ার দুই অংশে ভরাট করার সকল আয়োজন সম্পন্ন করেছেন দখলদারেরা।
ইতিপূর্বে গ্রামগুলোর কিছু প্রতিবাদি লোকজন এহেন অন্যায় কাজের প্রতিবাদ জানালে ভুমি দস্যুগণ সেই প্রতিবাদি লোকজনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করে পুলিশ দিয়ে হয়রানি করেছেন। সেইসাথে তাদের জীবন নাশের হুমকিও দিয়েছেন বলে তিনিসহ গ্রামবাসীরা জানান।
সার্বিক স্বার্থ বিবেচনায় রেখে তদন্ত সাপেক্ষে জলডাড়ায় নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পুনরায় জলডাড়া সংস্কার ও খনন করতে গ্রামবাসীরা জেলা প্রশাসকের প্রতি অনুরোধ জানিয়েছেন।
প্রসঙ্গত, সরকারি রেকর্ডিয় জলডাড়ার উপরে অবৈধ স্থাপনা উচ্ছেদ প্রসঙ্গে ২০১১ সালের ১৪ এপ্রিল বর্তমান সরকারের তৎকালীন ভুমি প্রতিমন্ত্রী এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এর সুপারিশকৃত একটি আবেদন জেলা প্রশাসক বরাবর করেছিলেন গ্রামবাসীরা। এরই প্রেক্ষিতে ২০১৭ সালের বিভিন্ন সময়ে জনসাধারণের ব্যবহার্য হিসেবে রেকর্ড থাকা সত্ত্বেও জলডাড়ার উপর স্থাপনা নির্মাণ করে পানি নিস্কাশনের বাধাগ্রস্থ করায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অবৈধ দখলদারকে নোটিশ প্রেরণ করেন জেলা প্রশাসন।
Leave a Reply