নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর।- দিনাজপুরে স্বনামধন্য দেশীয় তৈরীকৃত পোশাক শিল্প প্রতিষ্ঠান “শ্যালৌ” শো-রুমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার রাতে শহরের লিলির মোড়ে এজি মোল্লা টাওয়ারে দেশের স্বনামধন্য তৈরীকৃত পোশাক শিল্প প্রতিষ্ঠান “শ্যালৌ” এর দিনাজপুর শো-রূম এর ফিতা কেটে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি এফবিসিসিআই এর সদস্য ও দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো. এনাম উল্ল্যাহ জ্যামী।
“শ্যালৌ” এর দিনাজপুর শো-রূম এর স্বত্তাধিকারী মশিউর রহমান মজুমদার ও মাসুদুর রহমান মজুমদারের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোল্লা মো. রায়হান শরীফ বাপ্পীসহ অনেকে।
প্রসঙ্গত, দেশের স্বনামধন্য তৈরীকৃত পোশাক শিল্প প্রতিষ্ঠান “শ্যালৌ” এর প্রধান শো-রুম ও কারখানা ঢাকার এলিফ্যান্ট রোডে। কুমিল্লা জেলায় দুইটিসহ দেশের চার নম্বর শো-রুমের উদ্বোধন হলো এই দিনাজপুরে।
Leave a Reply