নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর ।- বাংলাদেশ আওয়ামী লীগ দিনাজপুর জেলা শাখার সদস্য ও পার্বতীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা রেজাউল করিম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
দীর্ঘদিন মৃত্যর সাথে পাঞ্জা লড়ে চলে গেলেন না ফেরার দেশে। বেশকিছুদিন ধরে তিনি ঢাকার বারডেম হাসপাতালের আইসিইউ’তে চিকিৎসাধীন ছিলেন। আজ শুক্রবার দুপুর ১টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি জেলা আওয়ামীলীগ নির্বাহী কমিটির সদস্য এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলেন। তাঁর মৃত্যুতে জেলা আওয়ামী লীগ শোকাহত গভীরভাবে মর্মাহত।
এক শোকবার্তায় জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড মোস্তাফিজুর রহমান ফিজার ও সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী মরহুমের বিদেহী আত্মার অশেষ মাগফেরাত কামনা করেছেন। সেই সাথে তাঁর শোক সন্তপ্ত পরিবার পরিজন আত্মীয় স্বজন অগনিত ভক্ত অনূসারীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তাঁরা।
Leave a Reply