নিজস্ব প্রতিবেদক।- দিনাজপুর পৌর আওয়ামী লীগের অন্তর্গত ২নং ওয়ার্ড শাখার আয়োজনে যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ নভেম্বর শনিবার বিকেলে দিনাজপুর শহরের চাউলিয়াপট্টির শিক্ষাদপ্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে পৌর ২নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনাম উল্লাহ জ্যামী।
উক্ত সভায় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কামাল মুক্তিবাবুর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মহিবুলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সহ সভাপতি জহির খান, সাবেক সাধারণ সম্পাদক খালেকুজ্জামান রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক নওশাদ ইকবাল কলিন্স, দফতর সম্পাদক আব্দুর রাজ্জাক, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক সহকারি অধ্যাপক ইফতে খারুল মামুন।
এছাড়াও বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও জেলা যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক ছন্দা মনি, পৌর তাঁতী লীগের আহ্বায়ক রোমান, পৌর যুব মহিলা লীগ নেত্রী সিলভিয়া পারলিন, জেলা ছাত্রলীগ নেতা রক্তিম চৌধুরীসহ বিভিন্ন সহযোগি সংগঠনের নেতৃবৃন্দগণ।
বক্তব্যশেষে ২নং ওয়ার্ড আওয়ামী লীগের নবগঠিত পুর্ণাঙ্গ কমিটির সকল সদস্যবৃন্দকে পরিচয় করিয়ে দেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনাম উল্লাহ জ্যামী।
Leave a Reply