নিজস্ব প্রতিবেদক।- দিনাজপুর পৌর আওয়ামী লীগের অন্তর্গত ৬নং ওয়ার্ড শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এর আগে ওয়ার্ড আওয়ামী লীগের মেয়াদ উত্তীর্ণ কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়।
মিহির কুমার ঘোষ কে আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক হিসেবে কুরবান আলী, ফয়সাল মাসুদ চৌধুরী মাসুম, বেলাল হোসেন, মিনারুল ইসলাম মানিক ও সাগর দাসকে নির্বাচিত করে ওয়ার্ড শাখার ৩৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষনা করা হয়।
১ নভেম্বর বুধবার বিকেলে দিনাজপুর শহরের বাসুনিয়াপট্টিস্থ পৌর ও সদর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উক্ত আহ্বায়ক কমিটি ঘোষনা দেন পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. এসএম শামীম আলম সরকার বাবু। এর আগে অত্র ওয়ার্ড আওয়ামী লীগের মেয়াদ উত্তীর্ণ কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষনা করেন তিনি। এই আহ্বায়ক কমিটি ৩ মাস মেয়াদ শেষে একটি পুর্ণাঙ্গ কার্যনির্বাহী উপহার দিবে বলে আশাবাদ ব্যক্ত করেন পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।
এর আগে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনাম উল্লাহ জ্যামী। এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য দেবাশীষ ভট্টাচার্য, পৌর আওয়ামী লীগের সহ সভাপতি অনুপ কুমার দে, সত্য ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. মকসেদুর রহমান সাহাজাদা, দফতর সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান ভুট্টো।
উক্ত ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি গঠন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর, ওয়ার্ড ও মহল্লা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
Leave a Reply