নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে সৈয়দ হারুনুর রশীদ।- দিনাজপুর-বিরামপুর -ঘোড়াঘাট সড়কের নবাবগঞ্জস্থ মতিহারা নামক স্থানে মূল সড়কের মাঝখানে রাস্তা ভেঙ্গে গিয়ে সৃষ্ট গর্তে প্রতিনিয়ত মোটরসাইকেল ইজিবাই রিক্সা ভ্যানের দুর্ঘটনা ঘটছে। এছাড়াও ও-ই সড়কের তুলসী গঙ্গা ব্রিজ থেকে দলার দরগা পর্যন্ত প্রায় তিন কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে রাস্তা ভেঙ্গে গিয়ে অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে।মতিহারা নামক গর্তটিতে প্রতিদিন সন্ধ্যার পর থেকে মোটরসাইকেল ইজিবাইক রিক্সা ভ্যানের দুর্ঘটনা ঘটনা। বিষয়টি দ্রুত মেরামতের জন্য সওজ কর্তৃপক্ষের জরুরী দৃষ্টি কামনা করা হচ্ছে।
Leave a Reply