শনিবার, ১৭ মে ২০২৫, ১০:১২ অপরাহ্ন

দিনাজপুর রেল ষ্টেশনের প্লাটফর্মে শুয়ে থাকা সাধারণ মানুষের মাঝে কম্বল বিতরণ

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০
  • ২৩৯ বার পঠিত

দিনাজপুর প্রতিনিধি।- কনকনে শীতের রাতে মানুষ যখন ঘর থেকে রের হতে ভয় পায়, ঠিক তখনি মনের মধ্যে থাকা ভালোবাসা আত্নপ্রকাশ ঘটে। মনে ভেসে উঠে সাধারণ মানুষের কথা নেতাদের এমন আচরণ বিদ্যমান। ২৯ ডিসেম্বর মঙ্গলবার রাতে হঠাৎ করে যাওয়া হয় দিনাজপুর রেল ষ্টেশনের প্লাটফর্মে সাধারণ মানুষের কষ্ট না দেখতে পেরে তাদের কষ্ট কিছুটা মোচন করার চেষ্টায় এক রাজনৈতিক পরিবারের ছেলে।
তৎক্ষনিক ষ্টেশনের প্লাটফর্মে শুয়ে থাকা মানুষের কষ্ট দেখতে না পেরে কম্বল বিতরণ করলেন দিনাজপুর সরকারী কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস, দিনাজপুর শহর ছাত্রলীগের সাবেক সভাপতি, জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সাবেক এমপি এবং জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম এ্যাডভোকেট আমজাদ হোসেনের পুত্র মোঃ শওকত হোসেন বুল্লা।
শওকত হোসেন বুল্লা জানান, সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মরহুম আমজাদ হোসেন ফাউন্ডেশন এর ব্যানারে আমি সাধারণ খেটে খাওয়া মানুষের পাশে থাকার চেষ্টা করি। জানি না কতটুকু পেরেছি তবে আমি চেষ্টা করে যাচ্ছি। এসময় উপস্থিত ছিলেন মোঃ তন্ময় ইসলাম রনি, টিটু, সোহান ও শাকিল প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com