দিনাজপুর প্রতিনিধি |- লায়ন্স ক্লাব অব দিনাজপুর এর আয়োজনে অক্টোবর-২০২৪ সেবাপক্ষ উদযাপন উপলক্ষ্যে গভর্ণর কল-“মানবতাই আমাদের অনুপ্রেরণা” বিষয়ের উপর সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১৪ অক্টোবর সোমবার রাত ৮টায় দিনাজপুর শহরের ফুলবাড়ী বাসষ্ট্যান্ড লায়ন্স ভবনের হলরুমে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লায়ন্স ক্লাব অব দিনাজপুরের ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট লায়ন এম.এ খালেক। লায়ন্স ক্লাব অব দিনাজপুর এর প্রেসিডেন্ট লায়ন বাদশা ইমাম আরাফাত এর সভাপতিত্বে ও সেক্রেটারী লায়ন মোঃ শাহ আলম এর সঞ্চালনায় সেমিনারে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রথম ভাইস প্রেসিডেন্ট লায়ন ইঞ্জি: আমজাদ হোসন, সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট লায়ন মোঃ সাইদুর রহমান মন্ডল, জয়েন্ট সেক্রেটারী লায়ন মোঃ মোকাররম হোসেন, ট্রেজারার লায়ন সাইদুর রহমান সরকার, ডাইরেক্টর লায়ন রেজোয়ান হোসেন চৌধুরী রানা, লায়ন মঞ্জুর-এ-রাব্বী, লায়ন মোঃ মোকাররম হোসেন খান, লায়ন ডা: ইসতিয়াক চৌধুরী, লায়ন মোঃ হোসেন আলী, লায়ন মোঃ মাসুদ রানা, লায়ন মোঃ কবিরুল হাই ছবি, লায়ন মোঃ সাব্বির আহমেদ, লায়ন মোঃ মোজাফ্ফর আলী মিলন। এসময় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবের এ.ও মোঃ আব্দুস সবুর সরকার। উল্লেখ্য, দিনাজপুর লায়ন্স ক্লাব শুধু অক্টোবর সেবা পক্ষ এর ১৫ দিনই নয়, সারা বছরব্যাপী সমাজের বিভিন্ন ধরনের নানাবিধ কাজ করে যাচ্ছে।
Leave a Reply