নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর: দিনাজপুর শহর সমাজসেবা কার্যালয়ের সমন্বয় পরিষদের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ মার্চ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় শহরের ঘাসিপাড়াস্থ এফপিএবি মিলনায়তনে উক্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় দিনাজপুর শহর সমাজসেবা সমন্বয় পরিষদের কার্যনির্বাহী কমিটির সভাপতি মো. বজলুল হকের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন কমিটির সদস্য সচিব ও শহর সমাজসেবা কর্মকর্তা মো. মাইনুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন সমন্বয় পরিষদের সহ সভাপতি কামরুল হুদা হেলাল, শাহাদৎ হোসেন, মনোয়ারা বেগম সানু, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম শাহ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন শহর সমাজসেবা সমন্বয় পরিষদের কার্যনির্বাহী কমিটির কোষাধ্যক্ষ মোজাফ্ফর হোসেন, প্রচার সম্পাদক আব্দুল হামিদ, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক উম্মে নাহার, সদস্য চৌধুরী মোসাদ্দেক ইজদানী, সুফিয়া নাহার, প্রকৌশলী আইনুল হক, জিয়াউর রহমান নওশাদ, আনিছুর রহমান। সভায় আলোচ্য সূচীর বিষয় নিয়ে পর্যাপ্ত আলোচনা ও পর্যালোচনাসহ বিবিধে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেন শহর সমাজসেবা সমন্বয় পরিষদের কার্যনির্বাহী কমিটির সদস্যরা।
Leave a Reply