বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৫:৩৫ অপরাহ্ন

দেশের উন্নয়নে কর দেয়ার মানসিকতা তৈরি করতে হবে: রাজস্ব বোর্ডের চেয়ারম্যান

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ৬ মার্চ, ২০২১
  • ২৬৯ বার পঠিত

রংপুর প্রতিনিধি।- জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেছেন, দেশের উন্নয়নে কর দেয়ার মানসিকতা তৈরি করতে হবে। জাতীয় অর্থনীতিতে রাজস্ব আহরণের অন্যতম উৎস হলো কর। কর দাতা যাতে হয়রানির শিকার না হয় সে দিকে খেয়াল রাখত হবে। অটোমেশনের মাধ্যমে রাজস্ব আদায়ের স্বচ্ছতা নিশ্চিত করা এবং জনগণের আস্থা অর্জন আরো গতিশীল হবে। আজ শনিবার দুপুরে রংপুর নগরীর আরডিআরএস ভবনের রোকেয়া হলে আয়োজিত প্রাক বাজেট আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলোচনায় রংপুর চেম্বার অব কমার্স ও বিভাগের সকল জেলা চেম্বারের ব্যবসায়ীরা অংশ গ্রহণ করেন। রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট মোস্তফা সোহরাব চৌধুরী টিটুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন এনবিআরের সদস্য (করনীতি) আলমগীর হোসেন, সদস্য (কাস্টমস নীতি ও আইসিটি) সৈয়দ গোলাম কিবরীয়া, সদস্য (মূসক নীতি) মাসুদ সাদিক, রংপুর কর অঞ্চলের কমিশনার আবু হান্নান দেলওয়ার হোসেন, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রংপুরের শওকত আলী সাদী, দিনাজপুর চেম্বারের সভাপতি সুজাউর রব চৌধুরী, পঞ্চগড় চেম্বারের সভাপতি শরিফ হোসেন, ঠাকুরগাঁও চেম্বারের সভাপতি হাবিবুল ইসলাম বাবলূ, নীলফামারী চেম্বারের রাজ কুমার পোদ্দার, লালমনিরহাট চেম্বারের সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম, গাইবান্ধা চেম্বারের নেতৃবৃন্দ, পঞ্চগড় জেলা চা বাগান মালিক সমিতির সভাপতি মোঃ আমিরুল হক খোকন, রংপুর জেলা বিড়ি শিল্প মালিক সমিতির সভাপতি মজিবর রহমান, ভরসা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর পরিচালক এমাদদুল হক ভরসা, বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়ের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোঃ মোর্শেদ হোসেনসহ প্রধান বাজেট সমন্বয়কারীসহ জাতীয় রাজস্ব বোর্ডের সংশ্লিষ্ট শাখার প্রথম ও দ্বিতীয় সচিববৃন্দসহ রংপুর বিভাগের ৮ জেলার চেম্বারের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com