বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৭:৪৩ অপরাহ্ন

দ্রব্য মূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে রংপুর জেলা বিএনপি’র বিক্ষোভ সমাবেশ

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২ মার্চ, ২০২২
  • ২০২ বার পঠিত

রংপুর থেকে বজ্রকথা প্রতিনিধি।- রংপুরে প্রশাসনের অনুমতি না পাওয়ার পরেও দলীয় কার্যালয়ের সামনে নগরীর প্রধান সড়ক বন্ধ করে দেশে দ্রব্য মুল্যের উর্ধ্বগতি ও দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে করেছে বিএনপি।
২মার্চ/২২ খ্রিঃ বুধবার বিকেলে নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ বিএনপি দলীয় কার্যালয়ে জেলা বিএনপি’র আয়োজনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রইচ আহমেদের সঞ্চলনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। এসময় বিশেষ অতিথি ছিলেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম তিতাস, কৃষকদলের যুগ্ম সম্পাদক আশরাফ উদ্দিন রুবেল, কৃষকদলের মহিলা বিষয়ক সম্পাদিকা রেজেকা আখতার ডলিফার। সমাবেশে অন্যান্যেও মধ্যে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু, যুগ্ম সাধারণ সম্পাদক আনিছুর রহমান লাকু, জেলা বিএনপি সহ-সভাপতি মামুনুর রশিদ, মিজানুর রহমান রন্টু, আফসার আলী, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম রাঙা, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. শফি কামাল, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও রংপুর জেলা সভাপতি নাজমুল আলম নাজু, মহানগর যুবদল সভাপতি ও কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাড. মাহফুজ উন নবী ডন, কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও রংপুর মহানগর সভাপতি শাহ নেওয়াজ লাবু, জেলা যুবদল সাধারণ সম্পাদক সামসুল হক ঝন্টু, জেলা ছাত্রদল সভাপতি মনিরুজ্জামান হিজবুল, সাধারণ সম্পাদক শরীফ নেওয়াজ জোহা, মহানগর ছাত্রদল সভাপতি নুর হাসান সুমন প্রমুখ। এছাড়াও কেন্দ্রীয়, বিভাগ ও জেলা পর্যায়ের বিএনপি এবং অঙ্গ সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এদিকে কেন্দ্র ঘোষিত সমাবেশ ও বিক্ষোভ পালনে প্রশাসনের অনুমতি না থাকায় জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বুধবার দুপুরের পর থেকে খন্ড খন্ড মিছিল সহকারে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন। পরে মঞ্চ করতে না দেয়ায় দলীয় কার্যালয়ের সামনে ট্রাকে উঠেই সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। এতে নগরীর স্টেশন সড়কের একপাশের চলাচল বন্ধ হয়ে যায়। চরম দুর্ভোগে পড়েন যানবাহন চালক, পথচারীসহ সাধারণ মানুষজন। যে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিপুল পরিমান পুলিশ মোতায়েন করা হয় সমাবেশ স্থলে। বক্তারা, সরকারের কঠোর সমালোচনার পাশাপাশি তেল, চাল, চিনি, ডালসহ নিত্যপণ্যের দাম কমানোসহ বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তিও দাবি করে

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com