নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে সৈয়দ হারুনুর রশীদ।- দিনাজপুরের নবাবগঞ্জ থানায় উপজেলার ৬নং ভাদুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসমান জামিল তার ভাই ও তাদের দলবলের বিরুদ্ধে দোকান ঘর ভাংচুর, নির্মাণ সামগ্রী চুরি ও ভয়ভীতি প্রদর্শণের অভিযোগে একটি মামলা দায়ের হয়েছে।রবিবার উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের শিমুর গ্রামের মৃত তসলিম উদ্দীন চৌধুরীর ছেলে মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে ২১ জনের নাম উল্লেখ সহ ৪০/৪২ জন অজ্ঞাত নামাকে অভিযুক্ত করে ওই মামলাটি দায়ের করেন। নবাবগঞ্জ থানার ওসি অশোক কুমার চৌহান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। মামলা সূত্রে জানা যায় ২ এপ্রিল দিনগত রাত ১০টার দিকে ইউ,পি চেয়ারম্যান আসমান জামিল ও তার ভাই রোস্তম কবীর স্বাধীনের হুকুমে তাদের দলবল মামলার বাদীর ভাদুরিয়া মৌজার ১নং খতিয়ান ভ’ক্ত ১১৫ দাগে ০.১২ একর জমি যা তার পিতার কবিলিয়ত দলিল মূলে প্রাপ্ত ভোগ দখলীয় সম্পত্তিতে থাকা ৫টি দোকান ঘর ভাংচুর ও রড সিমেন্ট চুরি করে নিয়ে গেছে। এতে তার প্রায় ১১ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়। বিষয়টি নিয়ে ইউ,পি চেয়ারম্যান আসমান জামিলের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান একই দাগে তারও জমি রয়েছে। তাদের জমির উপর ঘর করার সময় সেখানে তিনি বাধা প্রদান করেছেন। এ নিয়ে উভয় পক্ষ বসার কথা থাকলেও সেটা না করে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। তবে স্থানীয়রা জানান মৃত তসলিম উদ্দীন চৌধুরী যুগযুগ ধরে ওই জায়গায় ভোগ দখলে ছিলেন। তার মৃত্যুর পর তার ছেলেরা তা ভোগ করে আসছেন।
Leave a Reply