নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে সৈয়দ হারুনুর রশীদ।- দিনাজপুরের নবাবগঞ্জে বাংলাদেশের এক অনন্য অর্জন স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে ২ দিন ব্যাপী কর্মসূচী উদযাপনের উদ্বোধন করা হয়েছে। শনিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিক ভাবে কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাজমুন নাহার, সহকারী কমিশনার(ভ’মি) মো. আল মামুন সহ সরকারী কর্মকর্তা /কর্মচারীগণ উপস্থিত ছিলেন। এর পূর্বে একটি র্যালী উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা প্রশাসনের আয়োজনে কর্মসূচী উদযাপনে উপজেলা পরিষদ চত্বরে শহীদ মিনার প্রাঙ্গনে সরকারী দপ্তর সমূহ উন্নয়নমূলক কাজের সারাংশ তুলে ধরে স্টল বসিয়েছেন। এ ছাড়াও কর্মসূচীতে আলোচনা সভা,জাতীর পিতার জীবনীর উপর নির্মিত তথ্যচিত্র ও ভিডিও প্রদর্শণী, স্থানীয় বিভিন্ন উন্নয়ন তথ্য সমৃদ্ধ চিত্র/ভিডিও প্রদর্শণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা কর্মসূচী অন্তর্ভূক্ত রয়েছে। আজ রবিবার পর্যন্ত ওই কর্মসূচী উযাপিত হবে।
Leave a Reply