নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে সৈয়দ হারুনুর রশীদ।- আশ্রয়নের অধিকার, শেখ হাসিনার উপহার মুজিব শতবর্ষ উপলক্ষে সারা দেশের ন্যায় দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলাতেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভ’মিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। শনিবার উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে অনুষ্ঠিত ওই উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার সহকারী কমিশনার(ভ’মি) মোঃ আল মামুন থানা অফিসার ইনচার্জ অশোক কুমার চৌহান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী রেফাউল আজম সহ সরকারী কর্মকর্তা/কর্মচারী, জন প্রতিনিধি, মুক্তিযোদ্ধা ,উপকারভোগীগণ সহ নানা শ্রেণী ও পেশার মানুষ অংশ গ্রহন করেন। অনুষ্ঠানে ২২৬ জন উপকার ভোগীর মাঝে তাদের গৃহ ও জমির মালিকানার দলিল হস্তান্তর করা হয়।
Leave a Reply