নবাবগঞ্জ(দিনাজপুর) থেকে সৈয়দ হারুনুর রশীদ- দিনাজপুরের নবাবগঞ্জে হত্যার ৩ মাস অতিবাহিত হলেও বৃদ্ধা সবেদা খাতুন(৬০) হত্যার রহস্য উন্মোচন হয়নি। তবে মামলার তদন্তকারী অফিসার খুব শীঘ্রই রহস্য উন্মোচন হতে পারে বলে আশাবাদী। জানা যায় উপজেলার জয়পুর ইউনিয়নের জয়পুর গ্রামের মজলুর হকের স্ত্রী সবেদা খাতুন(৬০) গত বছরের ২২ সেপ্টেম্বর বিকালে বাড়ী থেকে বের হয়ে কবিরাজির কাজে চলে যায়। এরপর সে আর বাড়ী ফিরে নাই। পরের দিন ২৩ সেপ্টেম্বর জয়পুর গ্রামের মোশারফ হোসেনের ইউক্যালিপটাস গাছের বাগানের ভিতর থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।এ ঘটনায় উপজেলার রহিমাপুর গ্রামের বৃদ্ধার ছোট ভাই আঃ হালিম বাদী হয়ে অজ্ঞাত নামাকে অভিযুক্ত করে গত বছরের ২৩ সেপ্টেম্বর নবাবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার এজাহারে তিনি উল্লেখ করেন তার বোনকে অসৎ উদ্দেশ্য হাসিল করার জন্য তার পরনের শাড়ীর আচলের বর্ধিত অংশ দ্বারা শ্বাসরোধে হত্যার পর লাশ গোপন করার জন্য ঘটনাস্থলে ফেলে রেখে যাওয়া হয়। মামলার তদন্তকারী অফিসার নবাবগঞ্জ থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) শামসুল আলম জানান ক্লুলেস মার্ডার কেস। তদন্ত চলছে। রহস্য উন্মোচন হবে বলে তিনি আশাবাদী।
Leave a Reply