নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে সৈয়দ হারুনুর রশীদ।- দিনাজপুরের নবাবগঞ্জে প্রকাশ্যে দিবালোকে এক এন জি ও কর্মীর নিকট থেকে ৪ লাখ ৩৬ হাজার টাকা গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার বেলা সাড়ে ৩ টার দিকে বিরামপুর-ঘোড়াঘাট সড়কে নবাবগঞ্জ উপজেলাধীন দলার দরগা – মতিহারা বাজারের মাঝ পথে ওই ঘটনাটি ঘটেছে। উপজেলার ভাদুরিয়া শাখার আলফালহা আ’ম উন্নয়ন সংস্থার ব্যবস্থাপক শহিদুল ইসলাম জানান ফিল্ড অফিসার আরিফ হোসেন, শনিবার সংস্থার ঋণ গ্রহিতাদের নিকট থেকে ঋনের ৪ লাখ ৩৬ হাজার টাকা উত্তোলন করে নিয়ে ফেরার সময় বেলা সাড়ে ৩টার দিকে দলারদরগা ও মতিহারা ব্রীজের অনুমান ৩৫ গজ পূর্ব দিকে পাকা রাস্তায় পৌঁছিলে দলার দিক থেকে ২টি মটর সাইকেলে ৪ জন মধ্যবয়সী লোক তার মটর সাইকেলের গতিরোধ করে তার গলায় ধারালো ছুরি ধরে হত্যার হুমকি দিয়ে তার নিকট থেকে টাকার ব্যাগটি ছিনতাই করে নিয়ে যায়। এ ব্যাপারে ফিল্ড অফিসার আরিফ হোসেন বাদী হয়ে শনিবার রাতে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। নবাবগঞ্জ থানার ওসি অশোক কুমার চৌহান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply