নবাবগঞ্জ(দিনাজপুর)থেকে সৈয়দ হারুনুর রশীদ।- দিনাজপুরের নবাবগঞ্জ থানা পুলিশ নাশকতা কর্মকান্ডে লিপ্ত হওয়ার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মঙ্গলবার ৩০ অক্টোবর আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো উপজেলার মাহমুদপুর ইউনিয়নের নলেয়া গ্রামের আব্দুল মতিনের ছেলে আব্দুল কাদের ওরফে আল আমিন(২২) মাহমুদপুর চৌধুরীপাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে শফিকুল ইসলাম ওরফে শাকিল(২২) ও নলেয়া (পশ্চিমপাড়া) গ্রামের সুলতান মিয়ার ছেলে আলী হাসান ওরফে মোহাম্মদ মোজাহিদ(২০)। পুলিশ জানায় সোমবার সন্ধ্যায় উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের বাজিতপুর নামক স্থানে বিরামপুর-ঘোড়াঘাট সড়কে বিএনপি ও জামায়াত কর্মীরা নাশকতা কর্মকান্ড করছে। এমন সময় পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে স্থানীয় জনগনের সহায়তায় ৩ জনকে আটক করে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে সোমবার রাতে থানায় একটি মামলা দায়ের করে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply