সৈয়দ হারুনুর রশীদ।- দিনাজপুরের নবাবগঞ্জে নৈশ কোচে ডাকাতির ঘটনা ঘটেছে। পুলিশ ওই ঘটনার সাথে জড়িত সন্দেহে ১ জন মহিলাকে আটক করেছে। ঘটনাটি ঘটেছে সোমবার ভোর আনুমানিক ৪টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কে নবাবগঞ্জ থানাধীন মতিহারা বাজারের পূর্ব পার্শ্বে তুলশি গঙ্গা নদীর ব্রীজের নিকট। ডাকাতের কবলে পড়া ঢাকা থেকে দিনাজপুর গামী নং ঢাকা মেট্রো-ব-১৪-৫০২১ রোজিনা এন্টার প্রাইজ নামে নৈশ কোচের সুপারভাইজার আঃ মজিদ মোবাইল ফোনে জানান কোচের যাত্রী বেশী ৬/৭ জনের একটি ডাকাত দল গোবিন্দগঞ্জের বাগদা এলাকা থেকে কোচটির নিয়ন্ত্রন নিয়ে নেয় এবং দেশীয় ধরালো অস্ত্রের মূখে জিম্মি করে ডাকাতী করে। এমতাবস্থায় ৯৯৯ এ ফোনের প্রেক্ষিতে পুলিশ কোচটির পিছনে ধাওয়া করে। এক পর্যায়ে তারা মতিহারা বাজারের পূর্ব পার্শ্বে তুলশি গঙ্গা নদীর ব্রীজের নিকট এসে নেমে যায়। পুলিশ এ সময় ১ জন মহিলাকে আটক করে। নবাবগঞ্জ থানার ওসি অশোক কুমার চৌহান জানান আটক মহিলার নাম নাজমিন নাহার রিপা (৩৫)। সে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার গোবিনাথপুর আমলাগাছী গ্রামের শেখ সেলিমের স্ত্রী। তিনি আরও জানান ডাকাতীর কাজে ব্যবহৃত দেশীয় ধরালো কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।
Leave a Reply