নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে সৈয়দ হারুনুর রশীদ।- দিনাজপুরের নবাবগঞ্জে কর্তব্যরত পুলিশের উপর আক্রমণের ঘটনায় দায়েরকৃত মামলায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের আজ মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। গ্রেফতারকৃতরা হলো উপজেলার কুশদহ ইউনিয়নের কুশদহ বারোমাসিয়া গ্রামের শিবলাল মুরমুর ছেলে মিলন মুরমু (১৮) এবং একই ইউনিয়নের খালিপপুর শ্রীরামপাড়া গ্রামের মৃত শিবল সরেনের ছেলে সুশান্ত সরেন(২৩)। মামলা সূত্রে জানা যায় নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ১৭ আগষ্ট সোমবার দিবাগত রাতে কর্তব্য পালনের সময় ডারকামারী গ্রামের পার্শ্বে নির্মানাধীন রাস্তার উপর ৪/৫ জনকে দেখতে পান। পুলিশ গভীর রাতে তারা রাস্তায় কেন জানতে চাইলে তারা পুলিশের উপর বাঁশের লাঠি দিয়ে অতর্কিত আক্রমন চালায়। এতে পুলিশের এ এস আই আঃ রব ও কনস্টেবল নং-৬৮৫ মোস্তাফিজুর রহমান আহত হন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা সেবা নিয়েছেন। এ ঘটনায় আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের এ এস আই মাজেদুর রহমান চৌধুরী বাদী হয়ে সরকারী কাজে বাধা প্রদান আক্রমন ও গুরুতর জখমের অভিযোগ আনয়ন করে রাতেই নবাবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় পুলিশ উপরোক্ত ২ জনকে গ্রেফতার পূর্বক আদালতে সোপর্দ করেন।
Leave a Reply