শুক্রবার, ১৬ মে ২০২৫, ০৮:৪৭ পূর্বাহ্ন

নবাবগঞ্জে বঙ্গবন্ধু গ্যালারি উদ্বোধন

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১
  • ১৯২ বার পঠিত

নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে সৈয়দ হারুনুর রশীদ ।- হাজার বছরের শ্রষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে দিনাজপুর নবাবগঞ্জে ‘বঙ্গবন্ধু গ্যালারি’ উদ্বোধন করেন দিনাজপুর-৬ আসনের জাতীয়ন সংসদ শিবলী সাদিক এমপি। মঙ্গলবার ১২ জানুয়ারি দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও সমাজ কল্যান মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য শিবলী সাদিক এমপি সাদিক ফিতা কেটে ‘বঙ্গবন্ধু গ্যালারি’ শুুুভ উদ্বোধন করেন।উপজেলা প্রশাসন আয়োজিত ও-ই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জেলা প্রশাসক মাহমুদুল আলম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, সহকারী কমিশনার (ভূমি) আল মামুন, ভাইস-চেয়ারম্যান পারুল বেগম, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাগণ, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ উপস্থিত ছিলেন।পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রূহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।বঙ্গবন্ধু গ্যালারিতে বঙ্গবন্ধুর বিভিন্ন দুর্লভ ছবি ও কাজের আলোকচিত্র এবং বঙ্গবন্ধুর উপর লেখা বিভিন্ন বই স্থান পেয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com