নবাবগঞ্জ(দিনাজপুর)থেকে সৈয়দ হারুনুর রশীদ।- দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার লোকা দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ে গত ৩ দিন ধরে বার্ষিক পরীক্ষা বন্ধ ,অফিস কক্ষে তালা ঝুলছে!
শিক্ষার্থীরা পরীক্ষা দিতে এসে পরীক্ষা না নেয়ায় ফিরে যাচ্ছে। বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ১ জন শিক্ষার্থীকে পরীক্ষা দিতে না দেয়ার প্রতিবাদে গত সোমবার বিদ্যালয়ে মানববন্ধন কর্মসূচী পালন হয়েছে।
গত ৯ নভেম্বর ওই বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র তারিকুল হাকিম রিফাতকে পরীক্ষা দিতে না দেয়ায় এবং প্রধান শিক্ষকের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে ওই মানব বন্ধন করে এবং বিদ্যারয়ের অফিস কক্ষে তালা ঝুলে দেয়।চলমান পরিস্থিতিতে বার্ষিক পরীক্ষার্থীরা অপুরনীয় ক্ষতিগ্রস্থ হচ্ছে। প্রধান শিক্ষক আবু তাহের মন্ডল এর সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি জানায় তারিকুল হাকিম রিফাত দিনাজপুরের হাকিমপুর (বাংলা হিলি)আল জামিয়াতুল ইসলামিয়া আজীজিয়া আনোয়ারুল উলুম মাদ্রাসায় ২০২০ – ২০২১ শিক্ষাবর্ষে ভর্তি হয়ে ২০২২-২০২৩ সাল পর্যন্ত মকতব বিভাগে অধ্যায়ন রত থাকে।
তারিক এর পিতাকে পর পর ৩ টি নোটিশ করলেও তাকে বিদ্যালয়ে পাওয়া যায়নি।এমতাবস্থায় তাকে পরীক্ষায় অংশগ্রহনের সুযোগ দেয়া বিদ্যালয়ের আইন পরিপন্থী,সে দীর্ঘদিন ধরে আমার বিদ্যালয়ের শিক্ষাথী নয় মর্মে সংশ্লিষ্ট উর্ধতন কতৃপক্ষের নিকট লিখিত ভাবে অবহিতও করেছি।” অপর দিকে রিফাতের পিতা নাছের আলীর দাবি তার ছেলে ওই বিদ্যালয়েরই ছাত্র এবং গত ষান্মাসিক পরিক্ষায় অংশ গ্রহনও করেছিল। তিনি আরো বলেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনের অনিয়মে আদালতে একটি মামলা দায়েরের প্রতিহিংসায় তার ছেলেকে পরীক্ষা থেকে বঞ্চিত করা হচ্ছে। উল্লেখ বিদ্যালয়ের ঘটনাগুলো নিরসনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দিপক কুমার বনিকের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান এ বিষয়ে তিনি উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলেছেন। উপজেলা নির্বাহী অফিসার এম এম আশিক রেজার সাথে যোগাযোগ করা হলে তিনি এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও শিক্ষা বোর্ডের সাথে যোগাযোগ করতে বলেন। দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিষয়টি দেখবেন বলে জানান।
Leave a Reply