নবাবগঞ্জ (দিনাজপুর) সৈয়দ হারুনুর রশীদ।- দিনাজপুরের নবাবগঞ্জে ব্র্যাক কর্মীদের উদ্যেগে কম্বল ও সিমেন্ট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার পুটিমারা ইউনিয়নের মতিহারা হাই স্কুল মাঠে ওই কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ পূর্বে ব্র্যাক ইউ পি জি কর্মসূচী ভাদুরিয়া শাখার গ্রাম সামাজিক শক্তি কমিটির আয়োজনে এক আলোচনা সভা মতিহারা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোফাজ্জল হোসেন মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে পুটিমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সরোয়ার হোসেন উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী, পুটিমারা ইউনিয়ন আওয়ামীলীগের সাঃ সম্পাদক আশরাফুল ইসলাম, আওয়ামীলীগের ওয়ার্ড সভাপতি ও সমাজ সেবক আলাউদ্দীন, সাংবাদিক সৈয়দ হারুনুর রশীদ, ব্র্যাক ভাদুরিয়া শাখার ব্যবস্থাপক শারমিলী আখতার, ব্র্যাক কর্মকর্তা মোহাম্মদ আলী, ব্র্যাকের প্রোগ্রাম অর্গনাইজার হাবিবুর রহমান হাবিব ও আবু তাহের বারী। আলোচনা শেষে পুটিমারা ভাদুরিয়া ও মাহমুদপুর ইউনিয়নের ব্র্যাকের উপকারভোগী ২৯০ জন মহিলা সদস্যের মাঝে ১টি করে কম্বল এবং ৩০ জন উপকার ভোগীর মাঝে ৬ কেজি করে সিমেন্ট বিতরণ করা হয়।
Leave a Reply