নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি।- দিনাজপুরের নবাবগঞ্জে ব্যাটারী চালিত রিক্সা ভ্যানের ধাক্কায় শ্রাবন(১২)নামে এক শ্রবন ও দৃষ্টি প্রতিবন্ধী শিশু নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার বেলা ১১ টার দিকে বিরামপুর-ঘোড়াঘাট সড়কে নবাবগঞ্জ উপজেলাধীন বাজিতপুর বাস স্ট্যান্ড এলাকায়। নিহত শিশু শ্রাবন উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের বাজিতপুর গ্রামের বুলেটের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রাবনের বাড়ী সড়ক সংলগ্ন। শ্রাবন হঠাৎ করে সড়কের উপরে গেলে বিরামপুরগামী একটি ব্যাটারী চালিত রিক্সা ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হয়। সাথে সাথে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। রিক্সাভ্যানটি পালাতে সক্ষম হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নবাবগঞ্জ থানার এস আই আকতারুল করিম ঘটনাস্থলে ছিলেন। তিনি জানান এ ব্যাপারে থানায় মামলা হবে।
Leave a Reply