নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে সৈয়দ হারুনুর রশীদ।- দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা এলাকায় লক ডাউন চলাকালে স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। শুধু মাত্র বাস ও দূর পাল্লার কোচ ছাড়া সব যানবাহন চলছে। মানুষের চলাচল স্বাভাবিক রয়েছে। দোকান-পাট খোলা রয়েছে। চায়ের দোকানে ভিড় দেখা গেছে। অটো রিক্সা সহ সিএনজি গুলোতে গাদাগাদি করে মানুষ যাতায়াত করছে। বলতে গেলে লক ডাউন মানুষ মনে করছে না এবং সরকারের যে নির্দেশনা তা মেনে চলা হচ্ছে না। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাজমুন নাহার জানান লক ডাউন ও সরকারের যে নির্দেশনা রয়েছে তা মেনে চলার জন্য মাইকিং করা হচ্ছে। মানুষকে সচেতন করার পাশাপাশি ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হচ্ছে। অপরদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায় করোনার শুরু থেকে এ পর্যন্ত উপজেলায় ১৩৩ জন করেনায় আক্রান্ত হয়েছে। যার মধ্যে মৃত্যু বরন করেছে ৩ জন। নমুনা সংগ্রহ করা হয়েছে করোনার শুরু থেকে ৪ এপ্রিল পর্যন্ত ৭০৮ জনের। গত ৭ ফেব্রæয়ারী থেকে ৪ এপ্রিল পর্যন্ত টিকা গ্রহন করেছে প্রায় সাড়ে ৭ হাজার জন। টিকা গ্রহণের জন্য রেজিষ্ট্রেশন করেছে প্রায় ৯ হাজার জন। উপজেলা ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শাহাজান আলী জানান চলতি বছরের জানুয়ারী থেকে মার্চ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৩ জন।
Leave a Reply